reporterঅনলাইন ডেস্ক
  ২৬ নভেম্বর, ২০১৯

পরকীয়ার জের

শাশুড়ি হত্যায় পুত্রবধূসহ ৪ জনের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুরে তিন বছর আগে জাকিয়া বেগম নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার দায়ে তার পুত্রবধূসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহেনুর এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন—জাকিয়ার পুত্রবধূ নোয়াখালীর সেনবাগ উপজেলার বসন্তপুর এলাকার শারমিন আক্তার (২৭), লক্ষ্মীপুর সদর উপজেলার আন্ধার মানিক গ্রামের জসিম উদ্দিন (৩০), লক্ষ্মীপুরের কালিবৃত্তি থানার চন্দ্রগঞ্জ এলাকার জামাল হোসেন (২৮) ও চাঁদপুরের বাখরপুর উপজেলার নাজিম উদ্দিন (৩০)। রায় ঘোষণার সময় তারা কাঠগড়ায় উপস্থিত ছিলেন না বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন জানান। আসামিরা সবাই পলাতক।

মামলার বিবরণে বলা হয়, সদর উপজেলার র্ধমপুর গ্রামের জাকিয়া বেগমের ছেলে আবুল কালামের স্ত্রী শারমিন জামাল হোসেনের পরকীয়ার সম্পর্কের জেরে ২০১৬ সালের ১৪ জুলাই শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় জামালসহ আরো দুজন সহযোগিতা করেন তাকে।

পরে এ ঘটনায় নিহতের ছোট ছেলে খোরশেদ আলম বাদী হয়ে শারমিনসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে লক্ষ্মীপুর সদর থানার তৎকালীন এসআই মোরশেদ আলম ২০১৭ সালের ২ জানুয়ারি অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করেন আদালত।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৃত্যুদণ্ড,লক্ষ্মীপুর,পরকীয়া,রায়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close