রাজশাহী ব্যুরো

  ২৪ জুলাই, ২০১৯

রাজশাহী কারাগারে সাঈদী, বৃহস্পতিবার হাজিরা

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজশাহীর আদালতে তার একটি মামলার হাজিরা রয়েছে।

জামায়াতের সাবেক নায়েবে আমীর সাঈদীকে কঠোর গোপনীয়তার সঙ্গে গত সপ্তাহেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। এরপর বিষয়টি গোপনই রাখা হয়। তবে বৃহস্পতিবারের হাজিরা উপলক্ষে আগের দিন বুধবার থেকেই আদালতে নিরাপত্তা জোরদার করা হলে বিষয়টি প্রকাশ পায়।

এ বিষয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুনও তেমন কিছু জানাতে চাননি। তবে তিনি জানিয়েছেন, গত সপ্তাহে সাঈদীকে রাজশাহীতে আনা হয়েছে। কোন থানার কী মামলা সেটাও জানাতে চাননি।

তবে কারাগারেরই একটি সূত্র জানিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলার আসামি দেলাওয়ার হোসেন সাঈদী। ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি ইসলামী ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে মারা যান ফারুক। এতে আসামি হন জামায়াতের শীর্ষ নেতারাও। এ মামলাতেই রাজশাহীর আদালতে সাঈদীর হাজিরা রয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দেলাওয়ার হোসেন সাঈদী,হাজিরা,রাজশাহী,মানবতাবিরোধী অপরাধ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close