reporterঅনলাইন ডেস্ক
  ১০ আগস্ট, ২০১৭

ট্রাম্পের বিরুদ্ধে তৃতীয় লিঙ্গের পাঁচ সেনা সদস্যের মামলা

মার্কিন সামরিক বাহিনীর তৃতীয় লিঙ্গের পাঁচ সদস্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন। সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের নিয়োগ নিষিদ্ধ করার ঘোষণা দেয়ায় এই মামলা করেন তারা।

জানা গেছে, এই সদস্যরা ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ করেছেন।

বুধবার ওয়াশিংটন ডিসির ইউএস ডিসট্রিক্ট কোর্টে মামলাটি করা হয়। মামলায় বলা হয়, গেলো ২৬ জুলাই টুইট বার্তায় এই ঘোষণা দেয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো সিনিয়র সামরিক কমান্ডারের সঙ্গে আলোচনা করেননি।

গেলো জুলাইতে টুইটারে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষ থাকায় ব্যাপক খরচ ও বিঘ্ন সৃষ্টির প্রেক্ষিতে সামরিক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের পর তিনি এ সিদ্ধান্তে পৌঁছেছেন।

২০১৬ সালে ওবামা প্রশাসন সেনাবাহিনীতে প্রকাশ্যে তৃতীয় লিঙ্গের মানুষ নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছিল।

কিন্তু চলতি বছরের জুনে ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস সেই সিদ্ধান্ত ছয় মাস স্থগিত করেন।

র‌্যান্ড করপোরেশনের ২০১৬ সালের হিসেব অনুযায়ী ১২ লাখ সেনাবাহিনী সদস্যের মধ্যে কমপক্ষে ২ হাজার ৪৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছে।

চলতি বছরের জুন মাসের শেষের দিকে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ দেয়া শুরু করার বিষয়ে ওবামা প্রশাসনের পরিকল্পনা ছয় মাস পিছিয়ে দেন পেন্টাগন প্রধান জিম ম্যাটিস।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ট্রাম্প,তৃতীয় লিঙ্গ,মামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist