reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জুলাই, ২০১৭

তাইওয়ান পার্লামেন্টে নারী এমপিদের হাতাহাতি

তাইওয়ান পার্লামেন্টে একের পর এক হাতাহাতির ঘটনা ঘটেই চলেছে৷ এবার তারই জেরে দু’নারী এমপি পরস্পরের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হন। গেলো বৃহস্পতিবার সংস্কার ইস্যুতে বিতর্ক চলাকালে দু’নারী সদস্য পরস্পরের ওপর ঝাঁপিয়ে পড়েন৷ কিল-চড় ঘুষিতে একে অপরকে কুপোকাত করার চেষ্টা করেন তারা৷ কোনোভাবেই তাদের শান্ত করা যাচ্ছিল না৷

সরকারি দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) চিউ য়ি ইং বনাম বিরোধী কেএমটি(কুয়োমিনটাং) এর এমপি সু শু হুয়ার মধ্যে লড়াই দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়ে৷ এ ঘটনার পর শুক্রবার আবারো উত্তপ্ত তাইওয়ান আইনসভা৷ এদিন অধিবেশন শুরু হতেই সংস্কার ইস্যুকে ঘিরে সরকার ও বিরোধী এমপিরা পরস্পরের দিকে তেড়ে যান৷ তখন রাষ্ট্রীয় টেলিভিশনে অধিবেশনের সরাসরি সম্প্রচার চলছিল।

এবারের মল্লযুদ্ধে রীতিমতো যেন যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে পার্লামেন্ট৷ টেবিল উল্টে, চেয়ার ভেঙে স্পিকারের দিকে তেড়ে গেছেন অনেকেই৷ ফলে ফের সভা মুলতবি করতে হয়েছে৷

চিউ স্থানীয় গণমাধ্যমের সামনে অভিযোগ করেন, শু-হুয়া এবং কেএমটি’র আরেক নারী এমপি তাকে আঘাত করেছেন এবং এর মধ্য দিয়ে বিরোধী দল সহিংসতাকে প্রশ্রয় দিয়েছে।

অন্যদিকে সু শু-হুয়া বলেছেন, তিনি নিজ আচরণের জন্য দুঃখিত। কিন্তু ব্যক্তিগতভাবে এজন্য চিউয়ের কাছে ক্ষমা চাইবেন না। কারণ তিনি মনে করেন, চিউকে তিনি কোনোভাবে অসম্মান করেননি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তাইওয়ান,পার্লামেন্ট,নারী এমপি,হাতাহাতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist