reporterঅনলাইন ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি, ২০১৭

চিলিতে ভয়াবহ দাবানল : নিহত ১১, ক্ষতি আড়াই কোটি ডলার

গত ১৮ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চিলিতে যে ভয়াবহ দাবানল হয়েছে তাতে ৪ লাখ ৬৭ হাজার হেক্টর এলাকা ধ্বংস হয়ে গেছে, ১১ জন প্রাণ হারিয়েছে এবং আনুমানিক ২ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার ক্ষতি হয়েছে। শুক্রবার দেশটির ন্যাশনাল ফরেস্ট্রি কর্পোরেশন (কোনাফ) একথা জানিয়েছে। এই দাবানলে মোট ৭০০টির বেশি স্থানে আগুন ধরে যায়। এতে কোকুইম্বো ও লা অ্যারাউকানিয়া অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অঞ্চল দ’ুটিতে ১১ জন প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশই দমকল কর্মী। এছাড়াও এখানকার এক হাজারের বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে। কোনাফ জানিয়েছে, দাবানলটি চলতি শতাব্দির অন্যতম ভয়াবহ ও প্রলয়ঙ্করী। সবচেয়ে প্রলয়ঙ্করী দাবানলটি কানাডার অ্যালবার্টা অঙ্গরাজ্যে দেখা দেয়। এতে সেখানকার সাত লাখ হেক্টর এলাকা ধ্বংস হয়ে যায়। সরকার এই ক্ষতি কাটিয়ে পুনর্গঠনে ৩৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের প্রয়োজন বলে প্রাথমিকভাবে অনুমান করছে। দাবানল নিয়ন্ত্রণে প্রায় ২০ হাজার দমকল কর্মী ও স্বেচ্ছাসেবী অংশ নেয়। এছাড়াও ৪৯টি হেলিকপ্টার ও বিমান মোতায়েন করা হয়।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডলার,দাবানল,চিলি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist