reporterঅনলাইন ডেস্ক
  ১৩ মার্চ, ২০২৪

চীনে ভবন বিস্ফোরণে নিহত ২

ছবি : সংগৃহীত

চীনের উত্তরাঞ্চলে একটি ভবনের ফ্রাইড চিকেনের দোকানে বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত এবং আরও আরও ২৬ জন আহত হয়েছেন। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বুধবার (১৩ মার্চ) সকালে সানহে শহরে বিস্ফোরণটি ঘটেছে। সানহে রাজধানী বেইজিং থেকে পশ্চিমে এক ঘণ্টার ড্রাইভিং দূরত্বে অবস্থিত।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকের কারণে এই বিস্ফোরণ হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

খবর পেয়েই আগুন নেভাতে ছুটে যান দমকল ও উদ্ধার কর্মীরা। সকাল ১১টা পর্যন্ত দমকল বাহিনীকে ঘটনাস্থলের দিকে যেতে দেখা গেছে।

জাতীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ১৫০ জনের বেশি দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা এপির সাংবাদিকরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরত্বের রাস্তা আটকে দিয়েছে পুলিশ। সেখানে সাধারণ মানুষের চলাচল নিষেধ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একটি ভবন থেকে ধোয়া বের হতে দেখা গেছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভবন বিস্ফোরণ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close