reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জানুয়ারি, ২০২৪

হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

ছবি : সংগৃহীত

এবার লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল। লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি হামলার ক্ষেত্রে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করছিলেন বিশাম হাসান তাবিল ওরফে জাওয়াদ নামক ওই কমান্ডার।

জানা গেছে, লেবাননের দক্ষিণাঞ্চলে বিশামের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর প্রায় প্রতিদিন লেবাননের সীমান্ত থেকে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনাবাহিনীর পাল্টাপাল্টি গোলাগুলি চলছে।

এই সংঘর্ষে লেবাননে হিজবুল্লাহর ১৩৫ যোদ্ধাসহ ১৮০ জনের বেশি নিহত হয়েছেন। অপর দিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে দেশটির ৯ জন সেনাসদস্য ও অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এর আগে গত সপ্তাহে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের ড্রোন হামলায় হামাসের উপপ্রধান সালেহ আল-আরৌরি নিহত হন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইসরায়েল,হত্যা,হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close