reporterঅনলাইন ডেস্ক
  ০৫ অক্টোবর, ২০২২

ভারতের উত্তরাখণ্ড

তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ ১৮

ভারতের উত্তরাখণ্ডে তুষারধসের কবলে পড়ে ১০ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ১৮ জন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

মঙ্গলবার সকালে উত্তরাখণ্ডের উত্তরকাশীর পর্বতারোহণ প্রশিক্ষণকেন্দ্র ‘নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং’ (নিম)-এর ৩৪ জন শিক্ষার্থী পর্বতারোহী ও সাত প্রশিক্ষক তুষারধসের কবলে পড়েন। প্রায় ১৬ হাজার ফুট উচ্চতায় তুষারধসে চাপা পড়া ১০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ১৮ জন এখনও নিখোঁজ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তরাখণ্ড পুলিশের ডিজি অশোক কুমার বলেছেন, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ প্রায় ১৬ হাজার ফুট উচ্চতার তুষারধসের খবর পাওয়া যায়। এর পরেই রওনা হয় বিমানবাহিনীর হেলিকপ্টার।

তিনি বলেন, এ পর্যন্ত আট পর্বতারোহীকে উদ্ধার করে ১৩ হাজার ফুট উচ্চতায় একটি হেলিপ্যাডে নামিয়ে আনা হয়। তারপরে হেলিকপ্টারে তাদের দেহরাদূনে আনা হয়েছে। অন্য পর্বতারোহীদের খোঁজ চলছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পর্বতারোহীর মৃত্যু,তুষারধস,উত্তরাখণ্ড,ভারত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close