reporterঅনলাইন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর, ২০২২

সীমান্ত ক্রসিং খুলে দিলো ভেনিজুয়েলা ও কলম্বিয়া

ছবি : সংগৃহীত

দীর্ঘ সাত বছর পর ভেনিজুয়েলা ও কলম্বিয়ার মধ্যকার একটি বড় সীমান্ত ক্রসিংয়ে পণ্যবাহী পরিবহন চলাচল পুনরায় শুরু হয়েছে। দীর্ঘদিনের শীতল সম্পর্কের পর এই পদক্ষেপ দুই দেশের অর্থনীতিকে লাভবান করবে বলে প্রতীয়মান হচ্ছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

প্রতিবেদনে বলা হয়, নতুন এই পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে কয়েক বিলিয়ন ডলারের বাণিজ্যের পথ উন্মুক্ত হবে।

এর আওতায় বিভিন্ন ধরনের ফল, কয়লা ও টয়লেট পেপারের মতো পণ্যসামগ্রী দুই দেশের মধ্যকার সীমান্ত ক্রসিং পারাপারের সুযোগ পাবে।

কলম্বিয়ার নতুন বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো তার নির্বাচনি প্রচারণাতেও প্রতিবেশী দেশটির সঙ্গে সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার ওপর জোর দিয়েছিলেন। সোমবার তিনি পায়ে হেঁটে সাইমন বলিভার ব্রিজ অতিক্রম করেন। এ সময় সীমান্তের ভেনেজুয়েলা অংশে তার সঙ্গে ছিলেন উভয় দেশে নিযুক্ত পরস্পরের রাষ্ট্রদূত, ভেনেজুয়েলার পরিবহনমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তারা।

গুস্তাভো পেট্রো বলেন, তিনি চান সীমান্তের উভয় পাশের মানুষ যেন উপকৃত হতে পারে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভেনিজুয়েলা,কলম্বিয়া,সীমান্ত ক্রসিং,পণ্যবাহী পরিবহন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close