reporterঅনলাইন ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর, ২০২২

ইউক্রেন থেকে ইরানের রাষ্ট্রদূত বহিষ্কার

ছবি: সংগৃহীত

ইউক্রেনে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত বহিষ্কার করেছে কিয়েভ সরকার। এর অংশ হিসেবে ইরানের রাষ্ট্রদূতের কাছ থেকে ইউক্রেন সরকার পরিচয়পত্র প্রত্যাহার করে নিয়েছে। পাশাপাশি ইরানি দূতাবাসে কূটনীতিকের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যক কমিয়ে ফেলবে।

ইউক্রেন বলছে, ইরানের ‘অবন্ধুসুলভ’ আচরণের কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে। ইউক্রেন অভিযোগ করছে, রাশিয়ার কাছে ইরান কম্ব্যাট ড্রোন বিক্রি করেছে। রাশিয়ার গণমাধ্যম আরটি এবং আলজাযিরা এই খবর দিয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মস্কোকে অস্ত্র সরবরাহ করে ইরান সরাসরি নিরপেক্ষ অবস্থানের সাথে সাংঘর্ষিক কাজ করেছে।

ইউক্রেনের সার্বভৌমত্ব এবং এটি ভৌগোলিক অখণ্ডতার প্রতি অসম্মান এবং ইরানের শীর্ষ নেতারা যে কথা প্রকাশ্যে ঘোষণা করেন তার সাথে অস্ত্র বিক্রির পদক্ষেপ সংগতিপূর্ণ নয়। ইউক্রেন আরো বলেছে, মস্কোর কাছে অস্ত্র বিক্রির এই দুঃখজনক ঘটনা ইরান ইউক্রেন সম্পর্কের জন্য বড় ধরনের বিপর্যয়।

আমেরিকা ও পশ্চিমা গণমাধ্যমগুলো আগে থেকেই দাবি করে আসছিল যে, ইরান ইউক্রেনের কাছে ড্রোন বিক্রি করেছে কিন্তু ইরান তা সবসময় নাকচ করে আসছে।

সূত্র: পার্সটুডে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইউক্রেন,ইরান,রাষ্ট্রদূত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close