reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জুন, ২০২২

`৩ লাখ সেনা উচ্চ সতর্কতায় রাখবে ন্যাটো’

ছবি : সংগৃহীত

রাশিয়ার হুমকি মোকাবিলায় তিন লাখ সেনা উচ্চ সতর্কতায় রাখবে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। সোমবার (২৭ জুন) জোটের মহাসচিব জেনস স্টোলটেনবার্গ এই তথ্য জানিয়েছেন।

ন্যাটো প্রধান বলেন, ‘বেশ কয়েক বছর ধরে ন্যাটো রাশিয়ার সঙ্গে অংশীদারিত্ব গড়ার চেষ্টা করেছে। কিন্তু রাশিয়া আলোচনা থেকে বের হয়ে গেছে।’ সংলাপের পরিবর্তে তারা যুদ্ধ বেছে নিয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের এই বাস্তবতার জবাব দেওয়া প্রয়োজন।’

আগামী ২৮-২৯ জুন স্পেনের রাজধানী মাদ্রিদে ন্যাটোর সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

ন্যাটো মহাসচিব জেনস স্টোলটেনবার্গ বলেন, ‘ইতোমধ্যে ৪০ হাজার সেনা উচ্চ সর্তকতায় রাখা হয়েছে। এই সংখ্যা বৃদ্ধি করে তিন লাখের বেশি করা হবে।’

এ ছাড়াও ন্যাটো ঘোষণা দিয়েছে, তাদের হাই রেডিনেস সেনার সংখ্যা সাতগুণ বাড়ানো হবে। শীতল যুদ্ধের পর এটিই সবচেয়ে বড় রদবদল। ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিলো জোটটি।

সূত্র : রয়টার্স

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সেনা,উচ্চ সতর্কতা,ন্যাটো
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close