reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জুন, ২০২২

গ্যাস পেতে নরওয়ের দ্বারস্থ হলো ইইউ

ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং নরওয়ে গ্যাস সরবরাহ নিয়ে নতুন একটি চুক্তি করেছে। আর এ চুক্তি অনুযায়ী পশ্চিম ইউরোপের দেশটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশে গ্যাস সরবরাহের পরিমাণ বাড়িয়ে দেবে।

মূলত রাশিয়া ইউরোপের বেশ কয়েকটি দেশে গ্যাস সরবরাহ বন্ধ বা কমিয়ে দেওয়ার কারণে নরওয়ের দারস্থ হতে হয়েছে ইউরোপীয় ইউনিয়নকে। রাশিয়া যে পরিমাণ গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে তার অর্ধেক পরিমাণ গ্যাস সরবরাহ করবে নরওয়ে।

একটি বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, নরওয়ে এবং ইউরোপিয়ান কমিশন একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে নরওয়ে থেকে দীর্ঘ ও স্বল্প সময়ের জন্য বাড়তি গ্যাস সরবরাহ নিশ্চিত করতে।

ব্রাসেলসে নরওয়ের জ্বালানি মন্ত্রী তের্জে আসল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পলিসি প্রধান ফ্রান্স তিমারম্যানস বৈঠক করার এমন বিবৃতি দেওয়া হয়।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন নরওয়ে থেকে তাদের চাহিদার মোট ৫ ভাগ গ্যাস আমদানি করে।

যুদ্ধ শুরু হওয়ার আগে রাশিয়ার কাছ থেকে নিজেদের চাহিদার প্রায় ৪০ ভাগ গ্যাস এনেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। কিন্তু রুবলে গ্যাসের মূল্য পরিশোধ করতে অপরাগতা প্রকাশ করায় বেশ কয়েকটি দেশে সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে রাশিয়া।

সূত্র : আল জাজিরা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গ্যাস,নরওয়ে,ইইউ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close