reporterঅনলাইন ডেস্ক
  ২৩ মে, ২০২২

গ্যাসের সন্ধানে সেনেগালে জার্মান চ্যান্সেলর

ছবি: সংগৃহীত

রুশ জ্বালানির বিকল্প খুঁজতে মরিয়া জার্মানি। তেল-গ্যাসের বিকল্প উৎস খুঁজতে এবার দেশটির চ্যান্সেলর ওলাফ শুলজ পৌঁছেছেন পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে। রোববার (২২ মে) চ্যান্সেলর শুলজ জানান, সেনেগালের সাথে গ্যাস এবং পুনর্নবীকরণযোগ্য জ্বালানির অনুসন্ধান চালাতে ইচ্ছুক জার্মানি।

শুলজ আরও জানান, ইউক্রেনে ক্রেমলিনের আগ্রাসনের পর জার্মানি গ্যাসের জন্য রাশিয়ার ওপর তার নির্ভরতা কমাতে চাইছে। পদক্ষেপের অংশ হিসেবে গ্যাস উত্তোলন এবং তরল প্রাকৃতিক গ্যাসের খোঁজে সেনেগালিজ কর্তৃপক্ষের সাথে আলোচনা শুরু করেছে।

এ উদ্দেশ্যে তিন দিনের আফ্রিকা সফরে রয়েছে জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ। সফরে সেনেগালের রাষ্ট্রপতি ম্যাকি সালের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে শুলজ বলেন, ‘‘এটি নিবিড়ভাবে অনুসরণ করার মতো বিষয়। জার্মানি সেনেগালিজ পুনর্নবীকরণযোগ্য জ্বালানি প্রকল্পেও আগ্রহী।’’

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, কয়েক বিলিয়ন কিউবিক মিটার গ্যাসের মজুদ রয়েছে সেনেগালের ভূ-অভ্যন্তরে। যা অঞ্চলটিকে ভবিষ্যতের একটি প্রধান গ্যাস উৎপাদনকারী হিসেবে প্রতিষ্ঠিত করে তুলবে বলে মত তাদের।

জার্মান চ্যান্সেলরের ইচ্ছার প্রতি সম্মতি জানিয়েছেন সেনেগালের রাষ্ট্রপতি ম্যাকি সাল। সাল বলেন, ‘‘সেনেগাল ইউরোপীয় বাজারে এলএনজি সরবরাহের জন্য কাজ করতে প্রস্তুত।’’

এলএনজি উৎপাদনের পরের বছর থেকে ২.৫ মিলিয়ন টন এবং ২০৩০ সালের মধ্যে সরবরাহ ১০ মিলিয়ন টন পৌঁছানোর পূর্বাভাস দিয়েছেন তিনি। তিনি আরও বলেন, ‘‘সবই খোলা আছে, এবং আমরা এই প্রসঙ্গে জার্মানির সাথে কাজ করতে আগ্রহী।’’

উল্লেখ্য, আফ্রিকা সফরের দ্বিতীয় ধাপের অংশ হিসেবে বর্তমানে নাইজারে অবস্থান করছেন চ্যান্সেলর শুলজ। এরপর সোমবার (২৩ মে) সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে যাবেন তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জ্বালানি,রুশ,জার্মানি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close