reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি, ২০২২

ইউক্রেন সংকট : নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকল যুক্তরাষ্ট্র

ইউক্রেন সংকট নিয়ে আলোচনার জন্য সোমবার (২১ জানুয়ারি) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডেকেছে যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে রাশিয়ার আচরণকে হুমকি বলে অভিহিত করেন তিনি। খবর এএফপির।

সম্প্রতি ইউক্রেনের পূর্ব সীমান্তে বিপুলসংখ্যক রুশ সেনা মোতায়েন নিয়ে মস্কোর সঙ্গে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। কিয়েভ ও পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইউক্রেনে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে মস্কো। তবে মস্কো এই অভিযোগ অস্বীকার করে আসছে। চলমান এই উত্তেজনার মধ্যেই নিরাপত্তা পরিষদে বৈঠক ডাকার কথা জানাল যুক্তরাষ্ট্র।

মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা বলেন, ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদকে চলমান পরিস্থিতি খতিয়ে দেখতে হবে। রাশিয়া যদি ইউক্রেনে সামরিক অভিযান চালায়, তবে আন্তর্জাতিকভাবে করণীয় কী হতে পারে, তা নির্ধারণ করতে হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইউক্রেন সংকট,জাতিসংঘ,নিরাপত্তা পরিষদ,বৈঠক,যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close