reporterঅনলাইন ডেস্ক
  ১৩ জানুয়ারি, ২০২২

‘যৌন মিলনে ‘না’ বলার অধিকার আছে বিবাহিত নারীর’

ফাইল ছবি

বিবাহিত হোন কিংবা কুমারী যৌন মিলনে ‘না’ বলার অধিকার আছে সকল নারীর। সম্প্রতি এক মামলার শুনানিতে এমনটাই পর্যবেক্ষণ দিল্লী হাইকোর্টের।

বুধবার সেখানে উচ্চ আদালতের বিচারক জানান, যৌন মিলনে না বলার অধিকার প্রত্যেক নারীর রয়েছে। বিয়ে হওয়া বা না হওয়ার উপর একজন নারীর সম্মান নির্ভর করে না। কেউ তার উপর জোর করতে পারে না। জোর করে যৌন সম্পর্ক স্থাপন করার অধিকার কারও নেই, ওই নারীর স্বামীরও না।

বৈবাহিক ধর্ষণকে অপরাধের তকমা দেওয়া নিয়ে মামলা চলছে দিল্লী হাইকোর্টে। আদালতের কাছে এদিন প্রশ্ন রাখা হয়, বিয়ে হয়ে গেলেই কি একজন নারী ‘না’ বলার অধিকার হারায়?

বিশ্বজুড়ে এখনও পর্যন্ত বৈবাহিক ধর্ষণকে অপরাধের তালিকাভুক্ত করেছে ৫০টি দেশ। এদিন আদালতে সেসব দেশের নজিরও তুলে ধরা হয়েছে।

এ ব্যাপারে দিল্লী সরকারের প্রতিনিধি আদালতে জানিয়েছে, বিয়ের পর স্বামী অত্যাচার করলে তাকে ডিভোর্স দেওয়ার অধিকার আছে ওই নারীর। সেই সঙ্গে তিনি স্বামীর বিরুদ্ধে করতে পারেন মামলাও।

তবে বৈবাহিক ধর্ষণকে অপরাধের তকমা দেওয়ার ব্যাপারে সরকারের এই যুক্তিকে গুরুত্ব দিতে চায়নি আদালত। সরকারের বক্তব্য, একজন বিবাহিত নারী অন্যান্য আইনের সুযোগ সুবিধা পান। তাই জোর করে শারীরিক সম্পর্ককে তার ক্ষেত্রে ধর্ষণ বলা যায় না।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বৈবাহিক ধর্ষণ,দিল্লী হাইকোর্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close