reporterঅনলাইন ডেস্ক
  ২৭ অক্টোবর, ২০২১

যুক্তরাষ্ট্রের শপিং মলে গুলিতে নিহত ২

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে অতর্কিত গুলি ও বন্দুক সহিংসতা অব্যাহত রয়েছে। আইডাহো অঙ্গরাজ্যের একটি শপিং মলে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

স্থানীয় সময় সোমবার (২৫ অক্টোবর) বইজি টাউন স্কয়ার মলে হামলা চালায় এক বন্দুকধারী।

শহরটির পুলিশ প্রধান রায়ান লি সাংবাদিকদের বলেন, ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর এক ব্যক্তির সঙ্গে গোলাগুলি হয়। সে সময় গুলিবিদ্ধ হন এক পুলিশ কর্মকর্তা। হামলাকারীও আহত হয়েছেন। তাকে আহত অবস্থায় আটক রাখা হয়েছে।

বইজি পুলিশ প্রধান লি জানান, এ হামলাকে কেন্দ্র করে সাধারণ মানুষের জন্য আর কোনো হুমকি কিংবা বিপদ হওয়ার আশঙ্কা নেই।

নিউইয়র্ক টাইমসকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, দুই তলাবিশিষ্ট বইজি টাউন স্কয়ার মলে ১৫০টির বেশি দোকান ও রেস্তোরাঁ রয়েছে।

প্রসঙ্গত, আমেরিকায় অবাধে অস্ত্র বেচাকেনার সুযোগ রয়েছে। এ কারণে সেখানে গুলি ও বন্দুক সহিংসতা ব্যাপকভাবে বাড়ছে। খবর পার্সটুডের।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যুক্তরাষ্ট্র,গুলিতে নিহত,শপিং মল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close