reporterঅনলাইন ডেস্ক
  ১২ অক্টোবর, ২০২১

চীনে বন্যায়  বাস্তুচ্যুত ২০ লাখ মানুষ

ছবিঃ ইন্টারনেট

ব্যাপক বন্যায় চীনের উত্তরাঞ্চলীয় শ্যানশি প্রদেশে ২০ লাখের বেশি লোক পানিবন্দী হয়ে বাস্তুচ্যুত হয়েছে পড়েছে। গত কয়েক দিনের প্রবল বৃষ্টিতে প্রদেশটির ৭০টিরও বেশি শহরে বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে। বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। এ খবর চীনা গণমাধ্যমগুলোর।

সংবাদমাধ্যমগুলো জানায় প্রতিবেশী হেনান প্রদেশে অতিরিক্ত বৃষ্টিতে তিনশ জনেরও বেশি মানুষের মৃত্যুর তিন মাসের মধ্য শ্যানশি প্রদেশ ফের বন্যাকবলিত হলো। ভারী বৃষ্টিপাত এবং ঝড়ের কারণে উদ্ধার প্রচেষ্টা বিঘ্নিত হচ্ছে বলে চীনের আবহাওয়া প্রশাসন স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে।

কর্তৃপক্ষ বার্তা সংস্থা সিনহুয়াকে জানিয়েছে, ১ লাখ ২০ হাজারেরও বেশি লোককে জরুরিভিত্তিতে সরিয়ে নিয়ে পুনর্বাসিত করা হয়েছে এবং শ্যানশি প্রদেশ জুড়ে ১৭ লাখ ঘরবাড়ি ধসে পড়েছে।

চীনের রাষ্ট্রায়ত্ত গ্লোবাল টাইমসের খবর অনুযায়ী, প্রদেশটিতে ভূমিধসে চার পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তবে অন্যান্য হতাহতের বিষয়ে কিছু জানায়নি তারা। শ্যানশির বন্যা হেনানের চেয়েও মারাত্মক হতে পারে বলে টাইমসের প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে প্রাদেশিক রাজধানী তাইওয়ানে প্রায় ১৮৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চীনে বন্যা,বাস্তচ্যুত ২০ লাখ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close