reporterঅনলাইন ডেস্ক
  ১১ অক্টোবর, ২০২১

মসজিদে আজান দেওয়ার অনুমতি মিলল জার্মানিতে

জার্মানির কোলোন শহরে স্থানীয় প্রশাসন মসজিদের মাইকে আজান দেওয়ার অনুমতি দিয়েছে। কোলোন শহরের মেয়র হেররিটে রেকে এই অনুমতি দেন।

তিনি বলেন, শহরের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর পদক্ষেপ স্বরূপ আজান দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির জন্য দুই বছর মেয়াদি একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

এই প্রকল্পের অংশ হিসেবেই অনুমতি মিললো মাইকে আজান দেওয়ার। মসজিদে শুক্রবার জুমার নামাজের জন্য মাইকে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

মেয়র আরো বলেন, স্থানীয় মুসলিম বাসিন্দাদের অনুরোধে জুমার নামাজের আজান মসজিদের মাইকে দেওয়ার বৈধতা দিয়েছি।

জার্মানির নগরীতে ২০১৭-১৮ সালে ৫৫ হাজার মুসলিম অভিবাসী তুরস্ক থেকে এসেছেন। ফলে দেশটির অন্য শহরগুলো থেকে এখানে মুসলিম জনবসতি বেশি। সূত্র : আরব নিউজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জার্মানি,আজান,মসজিদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close