reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জুন, ২০২১

ইসরাইলের ভ্যাকসিন ফিরিয়ে দিলো ফিলিস্তিন

ইসরাইল থেকে কোভিড ভ্যাকসিন গ্রহণের চুক্তি বাতিল করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সম্প্রতি স্বাক্ষর হওয়া ওই চুক্তির অধীনে প্রায় ১০ লাখ ডোজ ফাইজারের কোভিড ভ্যাকসিন পেতো ফিলিস্তিন। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরাইল থেকে আসা ভ্যাকসিনগুলোর মেয়াদ দ্রুতই শেষ হয়ে যাবে। এতো দ্রুত ভ্যাকসিন কার্যক্রম পরিচালনার সক্ষমতা ফিলিস্তিনের নেই।

এর আগে ইসরাইল জানিয়েছিল, তারা ভ্যাকসিন মজুদ করতে চায় না। তাই তাদের কাছে থাকা ভ্যাকসিন তারা ফিলিস্তিনকে দিতে চায়। এটি ফিলিস্তিনের ভ্যাকসিন কার্যক্রমকে ত্বরান্বিত করবে। বিনিময়ে ফিলিস্তিন যখন এ বছরের শেষ দিকে ফাইজারের ভ্যাকসিন পাবে তখন সমান সংখ্যক ভ্যাকসিন ইসরাইলকে ফেরত দেবে।

চুক্তি বাতিল নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা বলেন, ইসরাইল জানিয়েছিল এই ভ্যাকসিনের মেয়াদ আছে অন্তত জুলাই মাস পর্যন্ত। তবে যখন ভ্যাকসিন পৌছাল তখন দেখা গেলো জুন মাসেই এর মেয়াদ শেষ হতে চলেছে। কিন্তু এতো কম সময়ে এতো ভ্যাকসিন প্রদানের সক্ষমতা আমাদের নেই। তাই আমরা এই চুক্তি প্রত্যাখ্যান করেছি। এ নিয়ে ইসরাইল এখনো কোনো মন্তব্য করেনি।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফিলিস্তিন,ইসরাইলের ভ্যাকসিন,করোনাভাইরাস,মহামারি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close