reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জুন, ২০২১

রেল টানেলে ভূমিধসে ২ শ্রমিকের মৃত্যু

ছবি : ইন্টারনেট

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি নির্মাণাধীন রেল টানেলে কাজ চলার সময় ভূমিধসে অন্তত ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

কলকাতা ভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, দার্জিলিংয়ের সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজ চলছিল। কাজ করছিলেন ৭ জন শ্রমিক।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা থেকেই এলাকাটিতে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়। প্রবল বর্ষণের জেরেই ধসে পড়ে মাটি। এই ধসের জেরেই কালিম্পংয়ের মিল্লির কাছে ১০ নম্বর রেল টানেলে মাটিচাপা পড়ে মৃত্যু হয় ২ শ্রমিকের।

ভয়াবহ এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

কালিম্পংয়ের জেলা প্রশাসক আর বিমলা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ১০ নম্বর টানেলে দুর্ঘটনাটি ঘটে।

উল্লেখ্য, বর্তমানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্মাণ কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে।

পিডিএসও/ইউসুফ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,পশ্চিমবঙ্গ,রেল টানেল,ভূমিধস,মৃত্যু,দুই শ্রমিক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close