reporterঅনলাইন ডেস্ক
  ০৪ মে, ২০২১

রেল ওভারপাস ধস

মেক্সিকোতে মেট্রো ট্রেন দুর্ঘটনা, নিহত বেড়ে ২০

হাসপাতালে ভর্তি ৪৯ জন

মেক্সিকোতে মেট্রো রেলের একটি ওভারপাস আংশিক ধসে সড়কে পড়ে শিশুসহ ২০ জন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় রাতে মেক্সিকো সিটির দক্ষিণপূর্বে এ দুর্ঘটনায় আহত ৪৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সম্প্রচারমাধ্যম মিলেনিও টিভিতে দেখানো এক ভিডিওতে ওভারপাসের একাংশকে ধসে নিচের ব্যস্ত সড়কে থাকা গাড়ির ওপর পড়তে দেখা গেছে।

অলিভস স্টেশনের ১২ নম্বর লাইনে ওই ওভারপাস ধসের ঘটনাটি ঘটেছে বলে টুইটারে জানিয়েছে মেক্সিকোর বেসামরিক সুরক্ষা সংস্থা।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ওভারপাসের একাংশ ধসে পড়ার পর মেট্রো ট্রেনের দুটো বগিকে ঝুলে থাকতে দেখা গেছে।

আহত যাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর, জানিয়েছেন শহরের মেয়র ক্লডিয়া শিনবাম। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সূত্র : রয়টার্স

 

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মেক্সিকো,ট্রেন দুর্ঘটনা,ওভারপাস ধস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close