reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জুলাই, ২০১৯

পুলিশের হাতে আটক প্রিয়াঙ্কা গান্ধী

ভারতের উত্তর প্রদেশে গণসংযোগের সময় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী পুলিশের হাতে আটক হয়েছেন। প্রতিবাদে মির্জাপুরে অনশনে বসেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদকসহ কর্মীরা।

শুক্রবার দুপুরের দিকে উত্তরপ্রদেশের সোনভদ্র যাওয়ার পথে মির্জাপুরে প্রিয়াঙ্কার পথ আটকায় পুলিশ। এ সময় তাকে আটক করা হয়।

গত সপ্তাহেই জমি বিবাদ ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে সোনভদ্র এলাকা। জমি বিবাদ ঘিরে সংঘর্ষের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। শুক্রবার সকালে নিহতদের পরিজনদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা। সে সময়ই তাকে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ উঠেছে।

সাংবাদিকদের কাছে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, আমি শুধু ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। পুরো পরিবারকে নির্মমভাবে গুলি করে মারা হয়েছে। তাদের মধ্যে আমার সন্তানের বয়সী একজন হাসপাতালে শুয়ে আছে। কোন আইনের ভিত্তিতে আমাকে এখানে আটকানো হয়েছে, তা বলুন।

প্রিয়াঙ্কার ওই সফরের আগে সোনভদ্রা এলাকায় জমায়েত নিষিদ্ধ করা হয় বলে জানা গেছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রিয়াঙ্কা গান্ধী,কংগ্রেস নেত্রী,আটক,ভারত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close