reporterঅনলাইন ডেস্ক
  ৩০ জুলাই, ২০১৮

মালয়েশিয়ায় দেড় শতাধিক অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে রাতভর অভিযান চালিয়ে ১৫০ জনের বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ। দেশটির ইমিগ্রেশন এবং জাতীয় রেজিস্ট্রেশন বিভাগ ‘ওপি মেগা ৩.০’ কোড নামে রোববার রাতে এ অভিযান চালায়।

দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী দাতুক মোহদ অজিস জামান স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে বলেন, ‘নানা অপরাধে মোট ১৫৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে এবং মোট ৩৮০ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে।’

আটক অভিবাসীদের বেশিরভাগই ইন্দোনেশিয়া, ফিলিপাইন, বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিক। তল্লাশির সময় জব্দ করা জিনিসপত্রের মধ্যে তরবারি রয়েছে বলে জানানো হয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে।

গত ১ জুলাই থেকে ‘ওপি মেগা’ নামে এই অভিযান শুরু হয় এবং এখন পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানান উপস্বরাষ্ট্রমন্ত্রী। গত চার সপ্তাহ ধরে দেড় হাজারের বেশি পুলিশি অভিযান চলেছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মালয়েশিয়া,অভিবাসী আটক,অভিযান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist