reporterঅনলাইন ডেস্ক
  ০৯ মার্চ, ২০১৮

কলেজ ছাত্রীদের জিন্স-স্কার্টে নিষেধাজ্ঞা

শাড়ি কিংবা সালোয়ার-কামিজ পরে যেতে হবে কলেজে। আর পরা যাবে না জিনস-স্কার্টের মতো পোশাক। ভারতের রাজস্থানের সরকারি-বেসরকারি কলেজে এমন নির্দেশিকা পাঠিয়েছে রাজ্যের কমিশনারেট অব কলেজ অ্যাডুকেশন।

তবে এমন নির্দেশনায় শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভেসে উঠেছে একের পর এক মন্তব্য। যদিও আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু করা হবে এ ড্রেস-কোড।

উল্লেখ্য, ক্ষমতায় আসার পরেই মেয়েদের কলেজে ড্রেস কোড চালু করার নির্দেশ দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার সে তালিকায় যুক্ত হলো বিজেপি শাসিত রাজস্থানের নামও।

পোশাকের স্বাধীনতা হরণের অভিযোগ তুলে নারী অধিকার রক্ষায় যুক্ত সংগঠনগুলোও সরব হয়ে উঠেছে। উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। বিপাকে পড়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন রাজস্থানের শিক্ষামন্ত্রী কিরণ মহেশ্বরী। তবে তার যুক্তি, ‘কলেজে বহিরাগতদের প্রবেশ ঠেকানোর জন্যেই ড্রেস-কোড চালু করা হয়েছে। নারীদের পোশাক স্বাধীনতা হরণের প্রশ্নই ওঠে না।’

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কলেজছাত্রী,জিন্স-স্কার্ট,নিষেধাজ্ঞা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist