reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি, ২০১৮

কাবুলে অ্যাম্বুলেন্স বোমা হামলা, নিহত বেড়ে ৯৫

বিষ্ফোরণে ১৫০ জনের বেশি মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে শিশুও রয়েছে

আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবারে অ্যাম্বুলেন্স বোমা হামলায় নিহত হয়েছেন ৯৫ জন। আহত হয়েছেন আরও ১৫৮ জন। বিস্ফোরক ভর্তি অ্যাম্বুলেন্স নিয়ে পুলিশের একটি তল্লাশি চৌকির কাছে হামলাকারীরা বিস্ফোরণ ঘটায়। তল্লাশি চৌকিটি এমন একটি এলাকার যেখানে বিভিন্ন দেশের দূতাবাস ও সরকারি অফিস রয়েছে।

হামলার দায় স্বীকার করেছে জঙ্গীগোষ্ঠী তালিবান। ধারণা করা হচ্ছে, এই হামলার লক্ষ্য ছিল আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবন। তবে, বিস্ফোরণে পথচারীদের অনেকেই হতাহত হয়েছেন। এক সপ্তাহ আগে কাবুলের একটি হোটেলে তালিবানদের বোমা হামলায় মারা যান ২২ জন।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র নাসরাত রাহিমি বলেছেন, একজন অসুস্থ ব্যক্তিকে নিকটস্থ জমহুরিয়াত হাসপাতালে নেয়ার কথা পুলিশকে বলে হামলাকারীরা নিরাপত্তা তল্লাশি দিয়ে প্রবেশ করে। আফগানিস্তান এই আক্রমণকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে। জঙ্গিদের মদদ দেয়ার অভিযোগে পাকিস্তানেরও সমালোচনা করেছে আফগানিস্তান সরকার। তবে পাকিস্তান এই হামলায় জড়িত জঙ্গিদের সহায়তা করার অভিযোগ অস্বীকার করেছে।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হামলায় অ্যাম্বুলেন্স ব্যবহারের ঘটনাকে ন্যাক্কারজনক বলে অভিহিত করেছে। এই হামলায় হতাহতদের স্মরণে শনিবার রাতে প্যারিসের আইফেল টাওয়ারের বাতি নিভিয়ে রাখা

অক্টোবরে এক সপ্তাহের ব্যবধানে কয়েকটি বোমা হামলায় ১৭৬ জন মারা যায় আফগানিস্তানে। দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিল তালিবানদের আক্রমণের অন্যতম প্রধান লক্ষ্য। এরআগে মে'তে কাবুলে আত্মঘাতী বোমা হামলায় মারা যায় ১৫০ জন। তালেবানরা ওই হামলার দায় স্বীকার না করলেও তাদের সাথে সম্পৃক্ত হাক্কানি নেটওয়ার্ককে অভিযুক্ত করে আফগান সরকার।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বোমা হামলা,আফগানিস্তান,কাবুল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist