মোহাম্মদ এনায়েত হোসেন

  ১৫ জুলাই, ২০২১

মুক্তি চাই

আমি বহুকাল ধরে অন্ধকার এক প্রকোষ্ঠে বন্দি,

কত দিবা, কত নিশি সাথীহীন পড়ে আছি,

সূর্যালোক পড়েনা চোখে, অমাবস্যা বা পূর্ণিমা-শশী,

আসেনা, ডাকেনা মোরে করিতে মিলনের সন্ধি।

আমি বন্দি, চির বন্দি, পায়ে শিকল, হাতে বেড়ি,

আমার নেই অজুহাত, নেই প্রতিবাদ, বধির আমি,

শুনিনা মিছিলের ধ্বনি, বুঝিনা কবিতার বাণী,

আমি ভণ্ড,পাষাণ্ড, প্রচণ্ড এক মুখোশধারী।

আমি সত্য বলিলে টুটি চেপে ধরে দৈত্যসেনা,

মিথ্যা কহিলে হই অমানুষ, বিবেক হারা, ছন্নছাড়া,

আমি হাড় মানিলে ঘার ভেঙে দেয় বদকারেরা,

আমি কেমন করে ভাঙবো দেয়াল বলে দেনা।

আকাশ ভেঙে পড়ুক আমার বন্দিশালায়,

অগ্নি-বৃষ্টি হোক না আজি গগন-তলে,

যাক ভেসে যাক ধুলি, কালি বানের জলে,

পুকুর ডোবা সব ভরে যাক কানায় কানায়।

আমি মুক্তি চাই দেখতে চাই শুভ সকাল,

আমি দোষণ-শোষণ, অন্ধ-কানুন ভাঙতে চাই,

আলোর মিছিল যদি আমায় দেয় গো ঠাঁই

আমি আলো চাই, ভাল চাই চিরকাল।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মুক্তি,আলো,কবিতা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close