জুনায়েদ হোসেন, শিক্ষার্থী

  ১৬ জানুয়ারি, ২০১৯

মহামানবের প্রতিবিম্ব

কবিতা

বাবা, বড্ড জানতে ইচ্ছে হয়—

তুমি যখন পৃথিবীতে এসেছিলে প্রকৃতি কি তোমায় অভিবাদন জানিয়েছিলো?

সূর্যি মামা কি রোদের তীক্ষ্ণতা দিয়ে তোমাকে বরণ করেছিলো?

নাকি চাঁদ মামা তোমার আগমনে পুরোটাই বিকশিত হয়েছিলো?

বাবা,আমার না জানতে ইচ্ছে হয়—

সেদিন কি পূর্ণিমা ছিলো নাকি অমাবস্যার

কাঠিন্যতা তোমাকে ছুঁয়েছিলো?

বাবা, আমার না টাইম মেশিনে চড়তে খুব শখ হয়

উষ্ণ সেই মুহূর্ত দেখতে আমার মন চায়!

এক মহামানবের আগমনে তখন কেমন ছিলো চারিপাশ?

দাদা কি হেসেছিলো, নাকি আনন্দেই কেঁদেই ফেলেছিলো?

দাদু তোমার কোমল স্পর্শ পেয়ে কি বলেছিলো?

বলেছিলো কি...

আয়রে আমার মানিক,অনেক বড় হবি তুই!

বাবা আমার না সত্যিই জানতে ইচ্ছে করে— তোমার শৈশব,কৈশোর, দূরন্তপনা সব।

বাবা, তুমিই আমার মহামানব, তুমিই আমার দেবতা—

অনেক ভালোবাসি বাবা তোমাকে

ভালোবাসি তোমার আলোকচ্ছটাকে

তোমার মাঝেই খুঁজি

নিজের প্রতিবিম্বকে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কবিতা,বাবাকে নিয়ে কবিতা,মহামানব,বাবা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close