reporterঅনলাইন ডেস্ক
  ৩১ মার্চ, ২০২৪

ঝড়-বৃষ্টিতে ঢাকার বাতাসে স্বস্তি

দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার বাতাসে বাড়ছে দূষণ। তবে রবিবার সকালে ঝড়-বৃষ্টির পর শহরটির বাতাসে কিছুটা দূষণ কমেছে।

এদিন সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ৮৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৩২ নম্বর অবস্থানে রয়েছে ঢাকা, যা দূষণের দিক থেকে মাঝারি হিসেবে গণ্য করা হয়।

তবে দূষিত শহরের তালিকায় ২০১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের শহর দিল্লি। এ ছাড়া দ্বিতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডের চিয়াং মাই শহরের স্কোর ১৭৯। আর ১৭১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি শহর, ১৬৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় শহর এবং পঞ্চম অবস্থানে থাকা মেক্সিকোর মেক্সিকো সিটির স্কোর ১৬১।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকার বাতাস,ঝড়-বৃষ্টি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close