reporterঅনলাইন ডেস্ক
  ০৬ মে, ২০২৪

ঢাকায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

রাজধানীসহ দেশের ১০ অঞ্চলের ওপর দিয়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস। দিনের বেলায় দেশের কোথাও কোথাও বৃষ্টি হলেও দেখা মিলেনি ঢাকায়। রাতে মিলল বজ্রসহ বৃষ্টির দেখা। কাঙ্ক্ষিত বৃষ্টির সঙ্গে ঝরেছে শিলাও।

রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকায় কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টিতে তাপমাত্রা কমে স্বস্তি এসেছে জনজীবনে। তবে আকস্মিক বৃষ্টিতে সাময়িক ভোগান্তিতে পড়েন পথচারী, দোকানি ও মোটরসাইকেল চালকরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বৃষ্টিপাত,ঢাকা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close