আবারও উপস্থাপনায় সালমান খান
বলিউড ভাইজান খ্যাত সালমান খানকে ‘বিগ বস ওটিটি হিন্দি’ দ্বিতীয় সিজন উপস্থাপনায় দেখা যাবে। এ নিয়ে আবারও তার ভক্তদের মাঝে বেশ উন্মাদনা দেখা যাচ্ছে। ‘বিগ বস ওটিটি হিন্দি’ প্রচারের তারিখও ঘোষণা করেছেন বিগ বসসংশ্লিষ্ট কর্মকর্তারা।
ধারণা করা হচ্ছে, আগের চেয়ে আরো বেশি এনগেজমেন্ট নিয়ে, আরো বড় করে আসতে যাচ্ছে এ শো। গসিপ, ড্রামা, ঘাত-প্রত্যাঘাত নিয়ে জমে উঠবে এবারের সিজন। এরই মধ্যে যা প্রিমিয়ারের জন্য প্রস্তুত। আইপিএলের অভূতপূর্ব সাফল্যের পর, জিও সিনেমা এখন বিগ বস ওটিটির বিনোদনের বিভাগটি আরো উন্নত করার পথে এগিয়ে যাচ্ছে।
ইনস্টাগ্রামে এক নেটিজেন সম্প্রতি পোস্ট করেছিলেন ‘বিগ বস ওটিটি’র নতুন সিজনের প্রোমো। সেখানে সালমান খানকে বলতে শোনা যায়, ‘আমি নিয়ে আসছি বিগ বস ওটিটি, তো ভারত দেখতে থাকো’। ঝলমলে রুপালি জ্যাকেট পরে দেখা যায় সালমানকে, সঙ্গে সাধারণ সাদা একটি টি-শার্ট। এ লুকেও নজর কাড়ছিলেন তিনি।
পিডিএস/মীর