reporterঅনলাইন ডেস্ক
  ২৭ মে, ২০২৪

বাকৃবির ১০ শিক্ষক ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনার শিকার

ছবি : সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১০ জন শিক্ষক ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানহর বাজার এলাকায় শিক্ষকদের বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়।

সোমবার (২৭ মে) সকালে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের পশু পুষ্টি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. মামুন বলেন, সোমবার সকালে একটি অনুষ্ঠানে অংশ দেওয়ার জন্য বাকৃবির এগ্রোনমি বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার পাল, এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল হাসান সিদ্দিকী, ড. মোর্শেদা নাসরীনসহ দশজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার একটি মাইক্রোবাসে করে ঢাকা যাচ্ছিলেন। গাড়িটি ত্রিশাল উপজেলার কানহর বাজারের কাছে এলে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শিক্ষকরা সবাই সুস্থ আছেন। যাদের চোট লেগেছিল, তারা নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে গাড়ির চালক আনোয়ারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানার জন্য দুর্ঘটনার শিকার শিক্ষকদের সঙ্গে একাধিকবার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাকৃবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close