জাহিদুল হাসান, জবি প্রতিনিধি

  ২৬ মার্চ, ২০২৪

গণহত্যা দিবস: জবিতে মোমবাতি প্রজ্বলন ও স্ক্রল পেইন্টিং

ছবি : প্রতিদিনের সংবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২৫শে মার্চ কালরাত্রি ও গণহত্যা দিবস স্মরণে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন ও বিশাল আকৃতির স্ক্রল পেইন্টিং অঙ্কন করা হয়।

সোমবার (২৫ মার্চ) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবন ও শহীদ মিনার চত্বরে শহীদদের স্মরণে এ মোমবাতি প্রজ্বলন করা হয় এবং একটি স্ক্রল পেইন্টিং অঙ্কন করা হয়।

মোমবাতি প্রজ্বলনকালে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবীর চৌধুরী।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবীর চৌধুরী বলেন, ৭১-এর ২৫ মার্চ রাতে পাকিস্তানিরা এদেশের সাধারণ মানুষদের ওপর গণহত্যা চালিয়েছে। সেদিনের এই গণহত্যার পরেই সাধারণ মানুষরা আরও স্পষ্টভাবে বুঝতে পেরেছে যুদ্ধ ছাড়া এদেশের মানুষের মুক্তি নেই। এই দিনটিকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আলপ্তগীন, ছাপচিত্র বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বজলুর রশীদ খান, প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্ক্রল পেইন্টিং,মোমবাতি প্রজ্বলন,জবি,গণহত্যা দিবস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close