রাবি প্রতিনিধি

  ০৮ মে, ২০২১

রাবিতে শিক্ষামন্ত্রণালয়ের তদন্ত দল

ফাইল ছবি

উপাচার্যের শেষ কার্যদিবসে দেওয়া ১৩৭ জন অস্থায়ী নিয়োগের ঘটনা তদন্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছেন শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্যরা।

সূত্রে জানা গেছে, শনিবার পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে আসেন তদন্ত কমিটির সদস্যরা। তদন্ত কমিটিকে নেতৃত্ব দিচ্ছেন কমিটির আহ্বায়ক ও ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। তার সঙ্গে রয়েছেন- কমিটির সদস্য এবং ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. জাকির হোসেন আখন্দ ও ইউজিসির পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে পৌছানোর পর রুটিন দায়িত্বে থাকা উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার কার্যালয়ে যান। সেখানে উপাচার্য ও রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালামের সাথে কথা বলেন। এরপর একে একে নিয়োগের সাথে জড়িত কয়েকজন রেজিস্ট্রার ও কর্মকর্তার সাথে কথা বলছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা উপাচার্য কার্যালয়ে অবস্থান করছিলেন।

নিয়োগে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে গত ০৬ মে, উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ১৩৭ জনকে নিয়োগ দেন। ওইদিনই শিক্ষা মন্ত্রণালয় এই নিয়োগকে অবৈধ উল্লেখ করে তদন্ত কমিটি গঠন করে।

পিডিএসও/ইউসুফ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উপাচার্য,রাবি,শেষ কার্যদিবস,নিয়োগ,তদন্ত,শিক্ষা মন্ত্রণালয়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close