সম্পাদকীয়

  ২২ মার্চ, ২০১৭

অশনিসংকেতে অভিবাসীরা

ঈশান কোণে মেঘ জমেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড় হবে। গতি-প্রকৃতি কী হবে এ মুহূর্তে বলা সম্ভব নয়। চারপাশে যে আলামত, বাংলাদেশের জন্য তা কোনোক্রমেই শুভ নয়। বিদেশে বসবাসরত ২২ লাখ ১৫ হাজার অভিবাসী বাংলাদেশিকে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে ৩২ দেশের সরকার। তাদের ভাষায়, এরা তাদের দেশে অবৈধভাবে বসবাস করছে। এর মধ্যে প্রায় ২০ লাখের অবস্থান সৌদিআরবে।

ইতোমধ্যে মধ্যপ্রাচ্য ও আশিয়ানভুক্ত দেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের ধরপাকড় শুরু হয়েছে। অভিযান চালাচ্ছে সেসব দেশের পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ। দেশ ছাড়ার নোটিস দিয়েছে ব্রিটেন, সৌদিআরব ও কাতার। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী দমনে নতুন নির্দেশনা জারির পর আতঙ্কে রয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রায় এক লাখ অবৈধ বাংলাদেশি।

এদিকে অবৈধদের সৌদিআরব ছাড়তে সময় দেয়া হয়েছে আরো ৯০ দিন। বলা হয়েছে, এ সময়সীমার মধ্যে আইন লঙ্ঘনকারীরা জরিমানা ছাড়া সৌদিআরব ছেড়ে যেতে পারবেন। সৌদিআরবে অবৈধ বাংলাদেশি অভিবাসীর সংখ্যা প্রায় ২০ লাখ। এত দিন বিষয়টি নিয়ে দূতাবাস পর্যায়ে আলোচনা হয়েছে। এতে কোনো ফল আসেনি। এখন তা দুই পক্ষের নীতিনির্ধারণী ফোরামে আলোচনা হচ্ছে। এ ছাড়া যেসব দেশ কোনোভাবেই বাংলাদেশিদের গ্রহণ করতে রাজি নয়, সেখান থেকে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা ভাবছে।

ঘটনার রেশ অনেক দূর গড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দেশে ফিরে আসার পর এসব প্রবাসী কী করবেন? এ ব্যাপারে কোনো সরকার কখনো কোনো উদ্যোগ গ্রহণ করেনি। যারা ফিরেছেন তারা নিজেদের উদ্যোগে যে যার চেষ্টায় ফিরেছেন। তবে, একসঙ্গে এত লোক ফেরার ঘটনা এবারই প্রথম। দেশে প্রতি বছর ২০ লাখ নতুন মানুষ কর্মক্ষেত্রে প্রবেশ করে। এর মাঝে এক-তৃতীয়াংশকে সরকারি ব্যবস্থাপনায় বৈধভাবে বিদেশে পাঠানো হয়। দেশেও কর্মহীন মানুষের সংখ্যা কম নয়।

প্রশ্ন উঠেছে, একসঙ্গে বিপুল সংখ্যক লোক—যারা ফিরে আসছেন, তাদের কী হবে? সমাধান সহজ নয়। আমরা মনে করি, সরকারকে এ মুহূর্ত থেকেই পরিকল্পনায় যেতে হবে। বাস্তবতার নিরিখে তাদের পুনর্বহাল নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা অকৃতজ্ঞ জাতিতে পরিণত হব, যা কারো কাম্য নয়। আমাদের মনে রাখা উচিত, এই প্রবাসীরা আমাদের সচ্ছলতা ধরে রেখেছে। গেল বছরই তারা তাদের গায়ের রক্ত পানি করে দেশকে জুগিয়েছে এক লাখ ২০ হাজার কোটি টাকা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অভিবাসী,অবৈধ শ্রমিক,বাংলাদেশি শ্রমিক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist