reporterঅনলাইন ডেস্ক
  ৩১ মে, ২০২১

শাহিদা ইসলামের কবিতা ‘তুমি আছো’

তুমি আছো
শাহিদা ইসলাম 

তুমি ছিলে, তুমি আছো হৃদয়ে,
আকাশ পানে চেয়ে দেখি হাজার কোটি  নক্ষত্র। 
কোনটা তুমি?
শুনেছি কেউ চিরতরে হারিয়ে যায় না।
আকাশের নক্ষত্র হয়ে জ্বলতে থাকে।

ফুল বাগানে হাজার ফুলের মাঝেও খুঁজে ফিরি।
সেরা ফুলটি কি ফুঁটেছে?
নাকি ফোঁটার অপেক্ষায়।
কানে ভেসে আসে মিষ্টি সে সুর
আমায় নাম ধরে ডাকছো?
ভুলে যাই, তুমি কাছে নাই,
চিরনিদ্রায়, চিরশান্তিতে ঘুমিয়ে আছো, মাটির বিছানায়।
এটাই চিরসত্য, বাস্তব কথা।

মানুষ মরণশীল, মানতে হবে শতবার। 
থাকব না আমিও, থাকবে না প্রকৃতির বুড়ো গাছ।
পুরাতন চলে যাবে, নতুনের আগমন হবে, 
এটাই ধ্রুব সত্যকথা।

 

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শাহিদা ইসলাম,কবিতা,তুমি আছো
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close