মুকুল মাসুদ, গাইবান্ধা

  ২০ সেপ্টেম্বর, ২০১৭

গাইবান্ধায় একযোগে ১ লাখ তালের চারা ও বীজ রোপণ

বজ্রপাত ও প্রাকৃতিক দূর্যোগের কবল থেকে মানুষকে রক্ষা করতে গাইবান্ধার মহাসড়ক, বাঁধ ও রেল লাইনের পাশে, গ্রামীণ রাস্তার ধারে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ স্কুল-কলেজের উন্মুক্ত স্থানে তালের চারা ও বীজ রোপণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচীর আওতায় বুধবার গাইবান্ধা জেলার সাতটি উপজেলা ও ৩টি পৌর এলাকায় আনুষ্ঠানিকভাবে একযোগে ১ লাখ তালের চারা ও বীজ রোপণ কর্মসূচী পালিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধা শহরের কুটিপাড়ায় শহর রক্ষা বাঁধের ধারে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল তাল চারা ও বীজ রোপন করে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচীর উদ্বোধন করেন। একই সময়ে প্রতিটি উপজেলা এবং ইউনিয়নেও তালের চারা ও বীজ রোপণ কর্মসূচী পালিত হয়।

জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, অতিরিক্ত জেলা প্রশাসক রেভিনিউ সিদ্দিকুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ.কা.ম. রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. আলিয়া ফেরদৌস জাহান, জেলা তথ্য অফিসার সাবিহা আকতার লাকি, সংশ্লিষ্ট পৌর কাউন্সিলর ইউনুস আলী শাহীন প্রমুখ।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাইবান্ধা,তালের চারা,বীজ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist