চট্টগ্রাম ব্যুরো

  ১৪ জুলাই, ২০২০

চট্টগ্রামে করোনায় নারী চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ডা.আইরিন জামান (৩৬) নামে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন, চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম।

মৃত ডা.আইরিন জামান মা ও শিশু হাসপাতালের গাইনী বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিএমএ চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক ও মা ও শিশু হাসপাতালের কর্মরত ডা. মইজ্জুল আকবর চৌধুরীর স্ত্রী।

বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী জানান, গত কিছুদিন আগে জ্বর হলে মা ও শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল। কোভিড-১৯ নমুনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট আসে। কোভিড-১৯ শনাক্তের পরে ডায়রিয়াও হয়েছিল। মা ও শিশু হাসপাতােেল আইসিইউতে থেকে কয়েকদিন আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। চিকিৎসাধীন মঙ্গলবার মারা গেছেন।

প্রসঙ্গ, চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) ও কোভিড-১৯ উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১১ চিকিৎসকের মৃত্যু হয়েছে।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,করোনা,নারী চিকিৎসক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close