নড়াইল প্রতিনিধি

  ১৪ জুলাই, ২০২০

নড়াইলে ডেঙ্গু সন্দেহে মুক্তিযোদ্ধার মৃত্যু

ডেঙ্গু জ্বরে অপর একজনের মৃত্যু

প্রতীকী ছবি

নড়াইলে ডেঙ্গু সন্দেহে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে নড়াইল সদর হাসপাতালে তিনি মারা যান।

তার নাম কুটি মিয়া শেখ (৬৬)। বাড়ি লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের চর কোটাকোল গ্রামে। তিনি সোমবার দুপুরে সদর হাসপাতালে ভর্তি হন।

এদিকে একই উপজেলার পাচুড়িয়া গ্রামের অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার শরীফ মোস্তফা কামাল (৭৫) গত শনিবার লোহাগড়া হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান।

তিনি শুক্রবার লোহাগড়া হাসপাতালে ভর্তি হন। পরদিন মৃত্যু হয়। ডেঙ্গু জ্বরে মৃত্যুর বিষয়টি সোমবার রাত ৯টার দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাংবাদিকদের জানান।

নড়াইলের সিভিল সার্জন ডা. আবদুল মোমেন জানান, মৃত মোস্তফার ডেঙ্গু পজিটিভ ছিল। এই প্রথম নড়াইলে ডেঙ্গু জ্বরে মারা গেলেন। এছাড়া মুক্তিযোদ্ধা কুটি মিয়ার স্বাসকষ্টসহ ডেঙ্গু উপস্বর্গ থাকায় তার ডেঙ্গু স্যাম্পল সংগ্রহ করা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডেঙ্গুতে মৃত্যু,নড়াইল,মুক্তিযোদ্ধা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close