কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ০৫ জুলাই, ২০২০

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ১

ফাইল ছবি

বুড়িগঙ্গা নদীর সদরঘাট সংলগ্ন বাদামতলী ঘাটে মিরাজ-৬ লঞ্চের ধাক্কায় নৌকাডুবে এক যাত্রী নিখোঁজ হয়েছেন। রোববার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডুবে যাওয়া খেয়া নৌকায় মাঝিসহ ৬ জন ছিলেন। দুর্ঘটনার পর নৌকার মাঝিসহ ৫ যাত্রী তীরে উঠতে পারলেও ১ যাত্রী নিখোঁজ রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ওসি রেজাউল করিম।

সদরঘাট নৌ পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১ টার দিকে একটি নৌকায় ৫ জন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের ব্রিজঘাট থেকে বাদামতলীঘাটে পার হচ্ছিলো। নৌকাটি বাদামতলী ঘাটের কাছাকাছি আসার পর ঘাটে রাখা মিরাজ-৬ লঞ্চটি পেছনে বেগার দিলে সেটির সঙ্গে যাত্রীবাহি নৌকাটি ধাক্কা লেগে ডুবে যায়। এসময় নদীতে থাকা অন্য নৌকার মাঝিরা ডুবে যাওয়া নৌকার মাঝিসহ ৫ জনকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। কিন্তু এখনো একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস সদর দফতরে ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, রোববার দুপুর ২টা ৩০ মিনিটে খবরটি পেয়ে তাৎক্ষনিক আমাদের একটি ডুবুরি দল সেখানে পাঠানো হয়েছে । নিখোঁজ যাত্রীর সন্ধানে ডুবুরি দল কাজ করছে।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বুড়িগঙ্গায়,নৌকাডুবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close