সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ২৬ মে, ২০২০

সিংগাইরে সাপঘুড়ি উড়ানো হলো না স্কুলপড়ুয়া সবুজের

মানিকগঞ্জের সিংগাইরে সবুজ নামের ১২ বয়সী এক স্কুলছাত্র ঘুড়ি তৈরি করে লাইট লাগানোর কাজ সম্পন্ন করে উড়ানোর সময় ব্যাটারির চার্জ শেষ হওয়ার পর লাইটের ব্যাটারির চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃর্শে তার মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের বাস্তা গ্রামে। নিহত সবুজ ওই গ্রামের মৃত.আব্দুল আজিজের পুত্র। সে স্থানীয় গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা ও নিহতের পরিবার জানায়, সোমবার ঈদের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুড়ি উড়ানো শেষ করে বাড়িতে আসে সবুজ। এরপর সন্ধ্যায় নতুন আরেকটি সাপঘুড়িতে লাইট ফিটিং করে উড়ানোর উদ্দেশে বের হয়। ওই লাইটের ব্যাটারির চার্জ শেষ হলে সবুজ লাইটের ব্যাটারি ফের চার্জ দিতে যায়।

এ সময় বিদ্যুতের ফ্লাকে অজান্তে তার আঙুল চলে যায়। এতে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়। পরে স্থানীয় ও পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

মঙ্গলবার সকালে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এ ঘটনায় সবুজের পরিবারে চলছে শোকের মাতম।

এ ব্যাপারে জামসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিঠুর মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিংগাইর,সাপঘুড়ি,ঘুড়ি উড়ানো
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close