লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ৩০ এপ্রিল, ২০২০

লোহাগাড়ায় লকডাউন না মানায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে।করোনাভাইরাস প্রতিরোধে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ১৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন চৌধুরী।

তিনি জানান, লকডাউন না মেনে জনসমাগম করে দোকান খোলা রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধে দণ্ডবিধি ১৮৬০ সনের ২৬৯ ধারা মতে আইসপার্কের ফোর ইন ইলেকট্রনিক্সকে ১০ হাজার টাকা, আমিরাবাদ ট্রেডার্সকে ২ হাজার টাকা, মক্কা স্টোরকে ২ হাজার টাকা, খাজা ট্রেডার্সকে ৫ শ টাকা ও ভাই ভাই ষ্টিলকে ৫শ টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার ১০পদাতিক ডিভিশনের মেজর শেখ ফয়সাল আল বশির, আলীকদম ক্যান্টনমেন্ট ২৭ বীরের ক্যাপ্টেন সজিব মাহমুদ জাকির, লোহাগাড়া থানার এসআই অজয়দেব শীল, উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লোহাগাড়া,জরিমানা,ভ্রাম্যমাণ আদালত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close