নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

  ০৮ এপ্রিল, ২০২০

নাঙ্গলকোটে জ্বর-গলাব্যথা নিয়ে গৃহবধূর মৃত্যু

প্রতীকী ছবি

কুমিল্লার নাঙ্গলকোটে জ্বর-সর্দি, গলাব্যথা ও ডায়রিয়ায় হাজেরা বেগম (২৮) নামের এক গৃহবধূ বুধবার রাতে মারা গেছেন।

জানা গেছে, হাজেরা স্বামীর বাড়িতে জ্বর, ডায়রিয়া ও গলাব্যথায় আক্রান্ত হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার গভীর রাতে পৌর সদরের বাতুপাড়া গ্রামের বাপের বাড়িতে চাচাতো ভাই পল্লী চিকিৎসক রাশেদুল ইসলামের কাছে নিয়ে আসা হয়। রাশেদুল চিকিৎসা দেওয়ার আগেই হাজেরা মারা যান। মারা যাওয়ার পর নমুনা সংগ্রহ ছাড়াই তড়িগড়ি করে তাকে স্বামীর বাড়ি রায়কোট দক্ষিণ ইউপির মালিপাড় গ্রামে নিয়ে লাশ দাফন করা হয়।

রাশেদুল ইসলাম জানান, হাজেরার অবস্থা অবনতি হলে দ্রুত আমার কাছে নিয়ে আসা হয়। চিকিৎসা শুরুর আগেই তিনি মারা যান।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবদাস দেব জানান, এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য জানা নেই। কেউ আমাদেরকে অবহিত করেনি। খোঁজ নেওয়ার চেষ্টা করছি।

নাঙ্গলকোট পৌরসভার মেয়র আবদুল মালেক ওই নারী মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাঙ্গলকোট,গৃহবধূর মৃত্যু,জ্বর-গলাব্যথা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close