জয়পুরহাট প্রতিনিধি

  ০২ এপ্রিল, ২০২০

জয়পুরহাটে প্রশাসনের নজরদারিতে টিসিবির পণ্য বিক্রি

জয়পুরহাট সদর উপজেলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে টিসিবির ট্রাকগুলো পণ্য বিক্রি করছে। করোনার বিস্তার প্রতিরোধে সামাজিক দূরত্ব রেখে টিসিবি পণ্য বিক্রির উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, পৌর শহরের শহীদ আবুল কাশেম ময়দান, মাছুয়া বাজার, আর. বি. সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে টিসিবি পণ্য বিক্রি করছে স্থানীয় ডিলাররা। দূরত্ব বজায় রাখতে নির্দিষ্ট পণ্য বিক্রির স্থান থেকে তিন ফুট দূরত্ব বজায় রেখে সাদা বৃত্ত এঁকে দেওয়া হয়। ক্রেতারা এঁকে দেওয়া নির্দিষ্ট বৃত্তের মধ্যে পণ্য ক্রয় করছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ও সহকারী কমিশনার মোনাববর হোসেন জানান, করোনা সংক্রমণ রোধ ও জনসচেতনতা বাড়াতে ক্রেতারা দূরত্ব বজায় রেখে যেন পণ্য ক্রয় করে, সেজন্য আমরা টিসিবি পণ্য বিক্রির ১০ স্থান প্রশাসনের পক্ষ থেকে নজরদারিতে রেখেছি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পণ্য বিক্রি,টিসিবি,জয়পুরহাট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close