নীলফামারী প্রতিনিধি

  ২৯ মার্চ, ২০২০

নীলফামারীতে ৩৩ বেদে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নীলফামারী জেলা সদরে করোনা পরিস্থিতিতে আটকে পড়া ৩৩ বেদে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরের অদুরে ফুলতলা উচ্চ বিদ্যালয় মাঠে ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা এসএ হায়াত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেয়াজুল ইসলাম, ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রশীদ মঞ্জু।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী ৩৩টি বেদে পরিবার ওই স্থানে আটকা পড়েছেন। এসব পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রয়োজন ভিত্তিক খাদ্য সহায়তা কর্মসূচি থেকে প্রত্যেক পরিবারকে ৩ কেজি করে চাল, ৫ কেজি করে আলু, আধা কেজি মসুর ডাল, ১ লিটার ভোজ্য তেল, আধা কেজি করে লবন দেওয়া হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নীলফামারি,৩৩ বেদে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close