কক্সবাজার প্রতিনিধি

  ১৯ ফেব্রুয়ারি, ২০২০

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ চালক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া খুটাখালী মেধাকচ্ছপিয়া মোড়ে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।

বুধবার সকালে ডুলাহাজারা মালুমঘাট হাইওয়ে পুলিশের কথিত দালাল সাইফুল নামের এক ব্যাক্তি মোটরসাইকেল যোগে খালি ট্রাককে চাঁদার জন্য ধাওয়া করতে গিয়ে খুটাখালীর মেধাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ডুলাহাজারা মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন চালক ঘটনাস্থলেই মারা গেছেন। হাসপাতালে নেয়ার পথে অপর এক চালক মারা যান। তবে তাৎক্ষণিক একজনের পরিচয় মিলেছে।

নিহত বাস ড্রাইভার লিটন (৩৫)। তার পিতার নাম মৃত শাহজাহান। তার বাড়ি চরফ্যাশন, ভোলায়।

দুর্ঘটনা কবলিত ট্রাকের নম্বর ( নারায়ণগঞ্জ ট-০২-০৩২৬) ও বাসের নম্বর (ঢাকা মেট্রো ব- ১৪-০৭৯১)।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী আরও বলেন, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, ডুলাহাজারা মালুমঘাট হাইওয়ে পুলিশের কথিত দালাল সাইফুল নামের এক ব্যাক্তি মোটরসাইকেল যোগে খালি ট্রাককে চাঁদার জন্য ধাওয়া করতে গিয়ে ঝরে পড়লো বাস ও ট্রাক চালকের প্রাণ।

দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি হাইওয়ে ফাঁড়ির হেফাজতে নেওয়া হয়েছে।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাস-ট্রাক,মুখোমুখি সংঘর্ষ,নিহত,চালক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close