সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৫ ফেব্রুয়ারি, ২০২০

ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষ

সীতাকুণ্ডে সড়কে গেল ৩ শ্রমিকের প্রাণ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাথর বোঝাই ট্রাক একটি কাঁচামরিচ বোঝাই কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে গাড়িটি আইল্যান্ডে উঠে পড়ে। এ সময় ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়।

জানা যায়, বুধবার ভোর ৪টায় বাঁশবাড়িয়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাথর বোঝাইকৃত ট্রাক (ঢাকামেট্রো-ট ২২-৪৫৪৫) রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যান (চট্টমেট্রো-ন-১১-৬৩২৪)-কে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাকাবাদ ২নং ওয়ার্ডের নুরুল আমিন (৫৫), ভোলার উওর দিঘলদী গ্রামের মোহাম্মদ ফজলু (৬০), একই এলাকার ইব্রাহীম শিকদার বাড়ির মোহাম্মদ হান্নান (৪২)।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ সাইদুল ইসলাম তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাসড়কে পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে পিকআপভ্যান দুমড়েমুচড়ে গেছে। এতে কাঁচামরিচ বোঝাই ভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, এ সময় দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কের একপাশে যানচলাচল বন্ধ ছিল।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষ,সীতাকুণ্ড,দুর্ঘটনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close