হাজীগঞ্জ প্রতিনিধি

  ১৭ নভেম্বর, ২০১৯

হাজীগঞ্জে সমাপনী পরীক্ষায় ২২৫ পরীক্ষার্থী অনুপস্থিত

সারা দেশের ন্যায় হাজীগঞ্জ উপজেলায় প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। উপজেলায় মোট ২২টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ৭ হাজার ২’শ ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২’শ ২৫ জন। এর মধ্যে ১’শ ৫১ জন ছাত্র ও ৬৪ জন ছাত্রী।

প্রাথমিক স্কুলের মোট ৬ হাজার ১’শ ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৫ হাজার ৯’শ ৫৯ জন। অনুপস্থিত ছিল ১’শ ৫৯ জন। এর মধ্যে ৯৮ জন ছাত্র ও ৬১ জন ছাত্রী।

এছাড়া এবতেদায়ি মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ১ হাজার ১’শ ৮ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১ হাজার ৪২ জন। অনুপস্থিত ছিল ৬৬ জন। এর মধ্যে ৫৩ জন ছাত্র ও ১৩ জন ছাত্রী।

এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুলবুল সরকার বলেন, ‘অনুপস্থিত শিক্ষার্থীরা কেন পরীক্ষায় অংশগ্রহণ করেনি তা খতিয়ে দেখা হবে।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাজীগঞ্জ,সমাপনী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close