ঝালকাঠি প্রতিনিধি

  ১১ নভেম্বর, ২০১৯

ঝালকাঠিতে বুলবুলের আঘাতে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটি।

সোমবার দুপুরে ঝালকাঠি সদর, রাজাপুর, কাঠালিয়া ও নলছিটিসহ জেলার বিভিন্ন এলাকার প্রাপ্ত তথ্য নিরুপণ করে এ তথ্য জানানো হয়।

গতকাল রোববার সকালে ঘুর্ণিঝড় বুলবুল প্রায় ২ ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায়।

ঘূর্ণিঝড়ের আঘাতে ৮১৭টি কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ও ৫টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১৪ হাজার ৫শ ৫০ হেক্টরের আমন ও উফসি জাতের ধান, সাড়ে ৫শ হেক্টর জমির শীতকালিন সবজি, ৪শ ১৫ কিলোমিটার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেইসঙ্গেপানি বৃদ্ধি পাওয়ায় ৭৪৮ টি ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে। এ ঘূর্ণিঝড়ে জেলার ২ লাখ ৩৮ হাজার ৯শ ৮৫ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানায় জেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঝালকাঠি,ঘূর্ণিঝড় বুলবুল,ক্ষয়ক্ষতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close