ঠাকুরগাঁও প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর, ২০১৯

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করল বিএসএফ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে কামাল হোসেন (৩৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার ভোরে ডাবরী সীমান্তের ৩৬৯/২ এস নম্বর পিলারের পাশে এ ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন ওই উপজেলার গেদুরা ইউনিয়নের গেরুয়াডাঙ্গী গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএনএম সামিউন্নবী চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গেদুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান জানান, কামাল হোসেন দীর্ঘদিন থেকে গরুর ব্যবসা করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে কামালসহ কয়েকজন মিলে গরু আনার জন্য সীমান্তের ৩৬৯/২ এস নম্বর পিলারের পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফের ফুলবাড়ী ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করলে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

তবে কামাল হোসেন বিএসএফের হাতে ধরা পড়েন। পরে কামালকে পিটিয়ে হত্যা করে বিএসএফের সদস্যরা। পরে তার লাশ উদ্ধার করে এলাকায় নিয়ে আসা হয়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিএসএফ,ঠাকুরগাঁও,বাংলাদেশিকে হত্যা,সীমান্তে হত্যা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close