বান্দরবান প্রতিনিধি

  ১২ সেপ্টেম্বর, ২০১৯

ডেঙ্গুতে রুমা উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর মৃত্যু

ডেঙ্গু‌ রোগে বান্দরবানের রুমা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার স্ত্রী ডমেচিং মারমা ওরফে বেবী বড়ুয়া (৩২) মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা গেছে, ডেঙ্গু ধরা পড়ায় তাকে চট্টগ্রামে নিয়ে সিএস‌সিআর নামে একটি বেসরকারি ক্লি‌নিকে ভর্তি হয়। ওই ক্লিনিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ ভোরে মারা যান।

রুমা উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুইমং মারমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উহ্লাচিং মারমার স্ত্রী ডেঙ্গুতে চট্টগ্রামের সিএস‌সিআরে মারা গেছেন। তার মরদেহ রুমায় নিয়ে আসা হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডমেচিং মারমা,বান্দরবান,রুমা উপজেলা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close